একটা সপ্তাহ হয়ে গেল মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর। মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছিল ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ র কথা। কিন্তু এই কারণ মানতে নারাজ বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী জানিয়েছেন, তিনি এই অসুখের কথা বিশ্বাস করেন না। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর চিকিৎসকরা জানান তাঁর ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’য় মৃত্যু হয়েছে। কিন্তু বাপ্পা লাহিড়ী সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার মনে হয় বাবার হৃদপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের লোকরা তাড়াতাড়ি করে বাবাকে হসপিটালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও বাবাকে বাঁচানো যায়নি। সামনে না থাকলেও পুরো পরিস্থিতির ওপর আমি ফোনের মাধ্যমে নজর রাখছিলাম।
তিনি আরও জানিয়েছেন, পুরো জানুয়ারি মাস জুড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন বাবা। ফেব্রুয়ারির ১৪ তারিখে তিনি বাড়ি ফিরে যেতে চান। কিন্তু ১৫ তারিখ থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেন বাপ্পি লাহিড়ী। ওইদিন সন্ধ্যা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
Comments are closed.