প্রয়াত হলেন চিত্র পরিচালক বাসু চ্যাটার্জি। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৩। বর্ষীয়ান চিত্র পরিচালক দীর্ঘদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মুম্বই ফিল্ম জগতে বাসু চ্যাটার্জি এক চিরকালীন ছাপ রেখে গেলেন। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া।
ছোটি সি বাত, বাতো বাতো মে, চিৎচোর, এক রুকা হুয়া ফয়সালা প্রভৃতি ছবিতে তাঁর পরিচালনা ছাপ ফেলেছিল। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। শুধু সিনেমায় নয়, টেলিভিশনেও একাধিক পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যোমকেশ বক্সী সাড়া ফেলে দিয়েছিল তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থায়।
ঋষিকেশ মুখার্জি, বাসু ভট্টাচার্যের সঙ্গে বাসু চ্যাটার্জিকে বলিউডে অন্য ধারার ছবির পথিকৃৎ হিসেবে ধরা হয়। বর্ষীয়ান পরিচালকের মৃত্যুর খবর জানান ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পরিচালক অশোক পণ্ডিত। শোক প্রকাশ করেছেন মধুর ভাণ্ডারকর, অশ্বিনী চৌধুরী প্রমুখ।
Comments are closed.