MAMATA INJURY: ২ মের জন্য প্রস্তুত থাকুক বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের
থানায় অভিযোগ দায়ের শেখ সুফিয়ানের
বুধবারের ঘটনা নিয়ে এবারে ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দিলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। ঘটনার দিন গভীর রাতে অভিষেক একটি ছবি ট্যুইট করেন যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে পায়ে তাঁর প্লাস্টার। ছবির ক্যাপশনে তৃণমূল সাংসদ লিখেছেন বিজেপি তৈরী থাকো ২ মে রবিবার বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য। উল্লেখ্য ২ মে বাংলার বিধানসভা ভোটের ফলাফল। তৃণমূলে নেত্রীর ওপর এই আক্রমণের জবাব বাংলার মানুষ ইভিএম মেশিনে দেবেন, দাবি অভিষেকের।
.@BJP4Bengal Brace yourselves to see the power of people of BENGAL on Sunday, May 2nd.
Get READY!!! pic.twitter.com/dg6bw1TxiU
— Abhishek Banerjee (@abhishekaitc) March 10, 2021
নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মমতার ইলেকশান এজেন্ট শেখ সুফিয়ান অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ৩৪১,৩২৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন থানায়। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। এদিকে আজই বারুলিয়া বাজারে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার এবং মেদিনীপুর রেঞ্জ-এর ডিআইজি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। তৃণমূল নেত্রী আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকেরা।
Comments are closed.