শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। ১০ এপ্রিল পর্যন্ত আবেদনগ্রহণ এবং ১১ এপ্রিল থেকে পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। এমনটাই আগে ঘোষণা করা হয়েছিল। তবে নবান্ন সূত্রে খবর, সময়ের আগেই অর্থাৎ ১১ এপ্রিলের আগেই দুয়ারে সরকারে রাজ্যজুড়ে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছে। এবং নবান্নের দাবি, এখনও পর্যন্ত যা আবেদনপত্রে জমা পড়েছে, তার ৫০%এর মতো আবেদনকারী নানান প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন।
জানা গিয়েছে, গত ৫ এপ্রিল পর্যন্ত ১৪ লক্ষ মানুষ পরিষেবার জন্য আবেদন করেছেন। নবান্নের তরফে বলা হয়েছে, এই ১৪ লক্ষ আবেদনের মধ্য থেকে ৯ লক্ষ মতো আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, কোচবিহার, অলিপুরদুয়ার, মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলায় ইতিমধ্যেই ৬০% আবেদনের নিষ্পত্তি হয়েছে। বাকি জেলাগুলোতেও জমা পড়া আবেদনের মধ্যে থেকে ৫০% এর মতো নিষ্পত্তিকরণ হয়েছে বলে খবর।
উল্লেখ্য, রাজ্যে ষষ্ঠবারের জন্য দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। মোট ২০ দিনের জন্য শিবির শুরু হলেও এবারে প্রতিটি শিবির বুথে স্থরে গিয়ে পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছে। যার জেরে গতবারের থেকেও প্রতিটি শিবিরে লোকসংখ্যার পরিমাণ বেশি হচ্ছে বলে মত অনেকের।
Comments are closed.