সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে তৃণমূলের নতুন কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। যার নাম রাখা হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
পঞ্চায়েত ভোটে জনমতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। অর্থাৎ গ্রামবাসীর নিজেরাই নিজেদের প্রার্থী বাছাই করে নিতে পারবে। অভিষেক ব্যানার্জির কথায়, নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ এর আগে বাংলা কেন, ভারতে কখনও কোথাও হয়নি। এটা হবে মানুষের পঞ্চায়েত। ৬০ হাজার গ্রামীণ বুথে মানুষের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।
নবজোয়ার কর্মসূচির একটি অংশ হিসেবে থাকবে ‘গ্রামবাংলার মতামত’। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বুধ বারই সাংবাদিক বৈঠক করে অভিষেক ব্যানার্জির নতুন কর্মসূচির কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে, ২৪ এপ্রিল কলকাতা থেকে কোচবিহার যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। এদিন থেকে রোজ তিন চারটে জনসভা করবেন এবং রাতে কর্মীদের সঙ্গেই ক্যাম্প করে থাকবেন অভিষেক ব্যানার্জি। এরপর প্রতিদিন সন্ধ্যের যে জেলায় থাকবেন সেখানে তিন চার হাজার মানুষকে ডেকে গোপন ব্যালটে ভোট হবে। সাধারণ মানুষ তাঁদের পছন্দের প্রার্থীর নাম গোপন ব্যালট ভোটের মাধ্যমে জানাতে পারবেন। বিভিন্ন জেলা ঘুরে ২৪ জুন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এই যাত্রা শেষ করবেন অভিষেক ব্যানার্জি। দল নয় মানুষ ঠিক করবে নিজেদের পছন্দের প্রার্থী। অভিষেক ব্যানার্জির কথায়, দলের সুপারিশের উপর হল মানুষের সুপারিশ। এর মধ্যে মানুষের মতামত নেওয়া হবে। আর এটাই নবজোয়ার।
Comments are closed.