রাজ্যের কাজ ফের প্রশংসিত হল দিল্লিতে। রাজ্যের মোট ১১ টি জেলাকে বিশেষ সম্মান প্রদান করলেন খোদ রাষ্ট্রপতি। ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ ডিজিটালাইজেশনের জন্য এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে। জমির নথিভুক্তিকরণ, ভূমি কর সম্পর্কিত মানচিত্র, জমির রেকর্ড ইত্যাদির ডিজিটালাইজেশনে প্রশংসনীয় কাজের জন্য দেশের মধ্যে ৭৫টি জেলাকে ‘ভূমি সম্মান’ প্রদান করেছেন রাষ্ট্রপতি। এই ৭৫টি জেলার মধ্যে পশ্চিমবঙ্গের ১১ টি জেলা রয়েছে।
রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বাংলা থেকে যে ১১টি জেলা সম্মান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়ার মতো জেলাগুলো। উল্লেখিত জেলাগুলোতে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যের ১০০% ডিজিটালাইজেশন হয়েছে। যে কারণেই এই সম্মান। মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান নিলেন পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এই সম্মানের পাশাপাশি কেন্দ্রের তরফে জেলাগুলোকে ‘প্লাটিনাম জেলার’ তালিকায় স্থান দেওয়া হয়েছে।
‘ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন প্রোগ্রাম’ এই অন্তর্ভুক্ত এই সার্ভে চালানো হয় কেন্দ্রের তরফে। আর তাতেই বাংলার ১১ টি জেলা এই সম্মান পেয়েছে।
Comments are closed.