বগটুই আচঁ বিধানসভায়; শুভেন্দু সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড স্পিকারের, প্লাটা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ
বগটুই হত্যাকান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কয়েকদিন ধরেই উত্তপ্ত বিধানসভাও। সোমবার তা পৌঁছল চরমে। বগটুই কাণ্ডে বিধানসভায় বিজেপির বিক্ষোভ ঘিরে শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, ঘুসি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতার অভিযোগ, সাদা পোশাকে বিধানসভায় পুলিশ ঢুকিয়ে বিজেপি বিধায়কদের আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, মনোজ টিগ্গা, নরহরি মাহাতো এবং দীপক বর্মণকে সাসপেন্ড করেছেন স্পিকার।
বগটুইয়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করে এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। তখনই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাকের হাড় ভেঙে গিয়েছে। তিনি বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
সাসপেন্ড হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, এখন বিধানসভার ভেতরেও বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল। বিধানসভায় বলতে না দিলে বাইরে প্রতিবাদ করব, রাস্তায় নামব। এদিকে এই ঘটনায় পদ্ম বিধায়কদের তীব্র কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। বলেন, ওঁরা গুজরাট উত্তরপ্রদেশের মতো বাংলাতেও গুন্ডামি শুরু করেছে।
Comments are closed.