অর্জুনের ফুল বদলের জের, জরুরি বৈঠকে বসছে রাজ্য বিজেপি; তলব ব্যারাকপুর জেলা নেতৃত্বকে 

রবিবার পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নড়েচড়ে বসেছে বিজেপি। সোমবার বৈঠকে বসছেন বাংলার বিজেপি নেতৃত্ব। তলব করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি জেলা নেতৃত্বকেও। জানা গিয়েছে, দিল্লি থেকেও বৈঠকে যোগ দেবেন কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিক কারণেই রাজ্য বিজেপির এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

বিজেপি সূত্রে খবর, মূলত ব্যারাকপুরের সাংগঠিনক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। রাজ্যের তরফে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী,অমিতাভ চক্রবর্তীরা বৈঠকে যোগ দেবেন। থাকবেন রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্যও। এছাড়াও কেন্দ্রের তরফে থাকবেন ভুপেন্দ্র সিংহ যাদব। 

সূত্রের মতে, বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুরে নিজেরই ঘনিষ্ঠদের সংগঠনে জায়গা দিয়েছিলেন অর্জুন সিংহ। অর্জুনের দল ত্যাগের পরে স্বাভাবিক ভাবেই তাঁদের নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় রাজ্য বিজেপি একাধিক রদবদল করতে পারে, এমনটাই খবর। সে কারণেই জেলা নেতৃত্বকে বৈঠকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে এসে হাজির হয়েছেন ব্যারাকপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি ফাগুনী পাত্র, সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপরেই লোকসভা। আর এই মুহূর্তে বিজেপিতে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তা অবিলম্বে না রুখতে পারলে লোকসভায় তার প্রভাব পড়তে বাধ্য। সে কারণেই দলে ভাঙন রুখতে নতুন করে স্ট্রাটেজি সাজাচ্ছে পদ্ম শিবির। এখন দেখার অর্জুনের পর বিজেপির ভাঙন আটকায় নাকি দলত্যাগ আরও বাড়ে। 

Comments are closed.