মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই দিল্লি যেতে চায় রাজ্য বিজেপির পরিষদীয় দল। তৃণমূলকে পাল্টা চাপে রাখার কৌশল।
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর চলাকালীন একাধিক বিষয়ে রাজ্যসরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাবে বিজেপির পরিষদীয় দল।
ভোট মিটলেও শাসক বিরোধী তরজা থামেনি। ভোটের পরে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসা, ভ্যাকসিন দুর্নীতি, মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল।
কখনও রাজ্যপালের কাছে, কখনও স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় বিজেপি বিধায়কেরা। সূত্রের খবর আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে এই মর্মে আবেদনও জানিয়েছে বঙ্গ বিজেপির পরিষদীয় দল।
এদিকে এদিনই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানি ছিল বিধানসভার অধ্যক্ষের কাছে। আড়াই মিনিট মত অধ্যক্ষের ঘরে ছিলেন শুভেন্দু সহ অন্যান্যরা। জানা যাচ্ছে, মুকুল ইস্যুতে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
উল্লেখ্য কয়েকদিন আগেই মূখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন। কবে যাবেন তা চূড়ান্ত না হলেও, সূত্রের খবর ২৫ জুলাই তিনি রওনা দেবেন। তাঁর সফরের আগেই দিল্লি পৌঁছাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিজেপি বিরোধী একাধিক দলের নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।
মমতা ব্যানার্জি যখন দিল্লিতে বিরোধী ঐক্যে সান দেওয়ার কাজে ব্যস্ত থাকবেন, ঠিক সেই সময় রাষ্ট্রপতির দরবারে মমতা সরকারের বিরুদ্ধে নালিশ জাতীয় রাজনীতিতে তৃণমূল নেত্রীকে বিজেপির পাল্টা চাপে রাখার কৌশল হিসেবে দেখছে পর্যবেক্ষকদের একাংশ।
Comments are closed.