শুরু হয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। আর ভোট শুরুর প্রথম পর্যায়েই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন খড়দার হেভিওয়েট তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। এদিন সকাল ৮ টা নাগাদ খড়দার কল্যাণনগর বুধে ঢুকতে গেলে তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে প্রার্থীর পরিচয় পত্র দেখালেও অন্যান্য পরিচয় পত্র দেখতে চান জওয়ানরা। অফিসারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শোভনদেব।
এরপর বুথ থেকে বেরিয়ে বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভনদেব। বলেন, ভোটারদের ভ্যাকসিননেশন সার্টিফিকেট দেখতে চাইছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওঁদের এই এক্তিয়ার নেই।
এদিন তৃণমূলের বিরুদ্ধেও গণ্ডগোল পাকানোর অভিযোগ তোলেন খড়দার বিজেপি প্রার্থী। জয় শাহকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে।
এদিকে ভোটের দিন সকালে খড়দায় আক্রান্ত হন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তাঁর অভিযোগ খড়দার স্টেশন রোডে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। পাথরের আঘাতে মাথা ফেটেছে তন্ময় ভট্টাচার্যের।
কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত খড়দায় ভোট হয়েছে ২৪%, শান্তিপুর ৩২%, গোসাবায় ৩৪% এবং দিনহাটায় ২৯%।
Comments are closed.