২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল বাংলায় ৮ দফায় ভোট, ফল প্রকাশ ২ মে, ঘোষণা নির্বাচন কমিশনের

বাংলা সহ ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা

বাংলা সহ ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন।

প্রথম দফায় ৩০ টি আসনে ভোট ২৭ মার্চ। ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূঃ মেদিনীপুর (পার্ট- ১), পঃ মেদিনীপুর (পার্ট- ১)।

দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোট ১ এপ্রিল। পঃ মেদিনীপুর (পার্ট- ২), পূঃ মেদিনীপুর (পার্ট- ২), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট- ১)।

তৃতীয় দফায় ৩১ টি আসনে ভোট ৬ এপ্রিল। হাওড়া (পার্ট- ১), হুগলি (পার্ট- ১), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট- ২)

চতুর্থ দফায় ৪৪ টি আসনে ভোট ১০ এপ্রিল। হাওড়া (পার্ট- ২), হুগলি (পার্ট- ২), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট- ৩), কোচবিহার, আলিপুরদুয়ার

পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোট ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা (পার্ট- ১), নদিয়া (পার্ট- ১), পূর্ব বর্ধমান (পার্ট- ১), দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি

ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট ৪৩ টি আসনে। নদিয়া (পার্ট- ২), পূর্ব বর্ধমান (পার্ট- ২), উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা (পার্ট- ২)।

সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট ৩৬ আসনে। মালদা (পার্ট- ১), মুর্শিদাবাদ (পার্ট- ১), পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর

অষ্টম তথা শেষ দফায় ২৯ এপ্রিল ভোট ৩৫ আসনে। মুর্শিদাবাদ (পার্ট- ২), মালদা (পার্ট- ২), বীরভূম, কলকাতা উত্তর।

ফল প্রকাশ ২ মে।

কমিশন জানায়, এবার ভোটের প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। ভোট দানের সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। বাড়ি বাড়ি প্রচারে জেতে পারবেন প্রার্থী সহ সর্বোচ্চ ৫ জন। বাংলায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। এছাড়া ২ জন পুলিশ পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে কমিশন। বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস বাংলায় পুলিশ অবজার্ভার হয়ে আসছেন। আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। কমিশন জানায়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলায় বুথের সংখ্যা ৩১.৬৫% বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি।

Comments are closed.