রাজ্যের মুকুটে নতুন পালক;  সুবিধা প্রকল্পে কেন্দ্রের কাছে পুরস্কার পেল পশ্চিমবঙ্গ 

ফের কেন্দ্রের কাছে পুরস্কৃত হল রাজ্য। স্বর্ণপদক পেল বাংলার প্রকল্প। বাংলাদেশের সঙ্গে রাজ্যের স্থলবন্দরগুলো দিয়ে ট্রাকে পণ্য রপ্তানি সংক্রান্তে কাজে গতি আনতে পুরো ব্যবস্থাটা অনলাইনের মাধ্যমে শুরু করেছে রাজ্যের পরিবহন দফতর। পরিবহন দফতর অনলাইন স্লট বুকিং সিস্টেম শুরু করেছে। খাতায় কলমে যার নাম ‘সুবিধে ভেহিকেলস ফেসিলিয়েশন সিস্টেম’। এই পরিষেবা চালুর জন্য স্বর্ণপদক পেয়েছে রাজ্যের পরিবহন দফতর।

শনিবার ইন্দোরে আয়োজিত ২৬ তম জাতীয় ই গর্ভনেন্স সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ রাজ্যের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন। স্বর্ণপদকের পাশাপাশি ১০ লক্ষ টাকার আর্থিক পুরষ্কারও পেয়েছে রাজ্য সরকার। 

রাজ্যের পরিবহন দফতর, ভারতীয় স্থল বন্দর, সীমা শুল্ক বিভাগ, সীমান্ত রক্ষী বাহিনীর সম্বনয়ে নতুন এই সুবিধা প্রকল্প চালু হয়েছে। নতুন এই পোর্টালের মাধ্যমে ব্যবসায়ীরা দেশের যে কোনও প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ট্রাকে পণ্য নিয়ে যাওয়ার জন্য স্লট বুকিং করতে পারবেন। এই স্লট বুকিংয়ে চেসিসের জন্য লাগবে ৫ হাজার টাকা এবং পণ্য ভর্তি ট্রাকের জন্য লাগবে ১০ হাজার টাকা। 

আগে, পণ্য ভর্তি ট্রাক বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য বনগাঁর কালিতলা, কালীবাড়ি মোড় এবং বিএসএফ ক্যাম্পে পণ্য পরিবহনের জন্য স্লট বুকিং করতে হত। তারপর সীমান্ত পারাপারের জন্য অনুমতির অপেক্ষা করতে হত। এই ছাড়পত্র মিলতে কখন কখনও একমাসেরও বেশি সময় লাগত। ওই সময়ে স্থানীয় যানবাহনের মাধ্যমে স্থানীয় গোডাউনে পণ্য মজুত করে রাখতে হত। এতে করে ব্যবসায়ীদের খরচ যেমন বাড়ত, তেমনি পণ্যও অনেক সময় নষ্ট হত। নতুন এই সুবিধা প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 

Comments are closed.