যাত্রী বিক্ষোভ সামলাতে এবং ভিড় এড়াতে লোকাল ট্রেন নিয়ে বিধিনিষেধে বদল আনল নবান্ন। ৩ ঘন্টা বাড়ানো হল লোকাল ট্রেনের সময়সীমা। সন্ধ্যা ৭ টার জায়গায় রাত ১০ টায় স্টেশন থেকে ছাড়বে শেষ লোকাল। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। নবান্নের এই ঘোষণায় স্বাভাবিক কারণেই স্বস্তিতে নিত্য যাত্রীরা।
সোমবার থেকেই রাজ্যের নয়া বিধিনিষেধ জারি হয়েছে। কিন্ত স্টেশনগুলিতে গিয়ে দেখা যায় নিত্য যাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ। একাধিক জায়গায় ছোট ছোট জমায়েত করে তাঁরা বিক্ষোভ দেখান। যার জেরে যাত্রীদের সুবিধের কথা ভেবে ট্রেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় নবান্ন।
বেড়ে চলা করোনা রুখতে রবিবারই বিধিনিষেধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধ নিয়ে বিস্তারিত জানান। তখনই তিনি বলেন, সন্ধ্যা ৭টায় শেষ লোকাল ট্রেন ছাড়বে। ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ লাগু থাকবে বলে তিনি জানান। তবে যাত্রীদের কথা বিবেচনা করে সোমবার সেই সিদ্ধান্ত বদল করল রাজ্য।
Comments are closed.