ভ্রমণপ্রিয় বাঙালি আর পুরী, যেন দুটি সমার্থক শব্দ। দৈনন্দিন ব্যস্ততা থেকে দিন কয়েকের অবসর মানেই পুরীর সুমদ্র। বছরের প্রায় প্রতিটা সময়ই বাংলা থেকে প্রচুর মানুষ পুরীতে বেড়াতে যান। এবার রাজ্যবাসীর কথা ভেবে পুরীতেই গেস্ট হাউস তৈরি করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দু’দিনের ওড়িশা সফরে গেস্ট হাউস নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবেন তিনি।
কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের বলেছিলেন, পুরীতে রাজ্যের একটি গেস্ট হাউস করা যায় কিনা, সে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে। তারপরেই পুরীতে গেস্ট হাউসের জন্য জমি খোঁজার প্রক্রিয়া শুরু হয়। নবান্ন সূত্রে খবর, পুরী সংলগ্ন কোন এলাকায় গেস্ট হাউস করা যায়, তা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিদর্শন করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে তাঁর ভুবনেশ্বরে থাকার কথা। এরপর বুধবার পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। বুধবারই গেস্ট হাউস সংক্রান্ত আলোচনা করতে পারেন। এরপর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা ব্যানার্জি। এরপর এদিন বিকেলেই তাঁর কলকাতায় ফেরার কথা।
Comments are closed.