শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ, বুথ স্থরে আধিকারিক নিয়োগ রাজ্যের 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সামনে বড় নির্বাচন বলতে এখন এটাই। আর ভোটের আগে রাজ্যে শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার ৯ নভেম্বর থেকে তালিকা সংশোধনের কাজ শুরু হবে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। আর এই কাজে এবার বুথ পর্যায়ে আধিকারিক নিয়োগ শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। 

২০২৩ সালের ভোটার তালিকা চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ নিয়ে সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের বৈঠক হয়। এরপরেও ভোটার কার্ড সংগশোধনের কাজে বিশেষ আধিকারিক ‘বুথ লেভেল অফিসার কাম ডেজিগনেটেড অফিসার’ নিয়োগের কথা জানাল রাজ্য। 

নতুন ভোটারদের নাম নথিভুক্ত, নাম, ঠিকানা সংশোধন, মৃত ভোটারদের নাম বাতিল ইত্যাদি কাজগুলি বুথস্থরে গিয়ে ওই আধিকারিকরা করবেন। জানা গিয়েছে, বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হতে পারে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষকদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। জানা গিয়েছে, জানুয়ারি মাসের ৫ তারিখের মধ্যেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

Comments are closed.