রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে এবার স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন পদে ব্যাপক নিয়োগ করবে রাজ্য। স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই খবর।
শুধু চিকিৎসক বা নার্সই নয়, স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে অন্যান্য বিভাগেও এবার প্রচুর নিয়োগ করতে চলেছে রাজ্য। কোভিডের কারণ প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মেডিক্যাল কলেজ, জেলা ও ব্লক স্থরে একাধিক পদে নিয়োগ নেওয়া হবে। জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে শুধুমাত্র ১,৮০০ চিকিৎসককে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।
চিকিৎসকের পাশপাশি নার্স নিয়োগ করা হবে প্রায় ৬,১০০ জন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে সহকারী সুপার নিয়োগ করা হবে ৭৫ জনের বেশি। স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান, প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। খুব শীঘ্রই শূন্য পদ গুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
Comments are closed.