বাংলার আরও এক মন্ত্রী করোনা সংক্রমিত। এবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনার মৃদু উপসর্গ নিয়ে ভর্তি হলেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, খাদ্যমন্ত্রীর হাই ডায়াবেটিস, যা ভাবাচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, দিনকয়েক আগেই করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট হয় খাদ্যমন্ত্রীর। রিপোর্ট পজিটিভ আসায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। হাসপাতাল সূত্রে খবর, শারীরিকভাবে জ্যোতিপ্রিয় সুস্থ রয়েছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য প্রথম নয়, তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন বেশিরভাগই। বেশ কিছু দিন আগে রাজ্যের আর এক মন্ত্রী সুজিত বসু করোনা সংক্রমিত হয়েছিলেন। ক’দিনের মধ্যেই করোনা জয় করে ফিরেও এসেছেন তিনি। কিন্তু মৃত্যু হয় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তমোনাশ ঘোষেরও রক্তে সুগার ছিল মাত্রাতিরিক্ত। দিনকয়েক আগে কোভিড-১৯ এ মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের।
Comments are closed.