২০১২ সালে রাজ্য প্রথম মহিলা থানা তৈরি করেছিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের বেশ কিছু জায়গায় মহিলা থানা রয়েছে। এবার আরও ২০টি মহিলা থানা করতে চেয়ে নবান্নের কাছে প্রস্তাব পাঠালো রাজ্য পুলিশ। জানা গিয়েছে, রাজ্য পুলিশের তরফে যে আবেদন গিয়েছে, সেখানে সিঙ্গুর সহ আরও ২০ টি জায়গার নাম রয়েছে।
রাজ্য পুলিশের প্রধানের তরফে নবান্নের ভারপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে। যেখানে, বলা হয়েছে, কাকদ্বীপ, ডোমকল, কান্দি, কাটোয়া, কালনা, কার্শিয়ং, তুফানগঞ্জ, চাঁচল, পাণ্ডুয়া, বসিরহাট, তমলুক, লালবাগ, কল্যাণী, রামপুরহাট, ঘাটাল, বিষ্ণুপুর, ইসলামপুর, মাথাভাঙা, গঙ্গারামপুর এবং সিঙ্গুর। উল্লেখিত ২০ জায়গায় মহিলা থানা করতে চায় রাজ্য পুলিশ। সরকারি নির্দেশিকা পেলেই এই কাজ শুরু করবে রাজ্য পুলিশ।
এক পুলিশ অধিকারকের কথায়, থানার জন্য প্রাথমিক একটা প্রস্তুতি সেরে রাখা হয়েছে রাজ্য পুলিশের তরফে। নবান্নের অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে।
Comments are closed.