জনমুখী পরিষেবা প্রদানে ফের দেশের মধ্যে শীর্ষ স্থানে পশ্চিমবঙ্গ। সম্প্রতি কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। রাজ্যের প্রতিটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জল পৌঁছে দিতে ‘জলস্বপ্ন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই প্রকল্পে গ্রামীন এলাকায় জল পৌঁছে দেওয়ার নিরিখে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা।
রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অধীনে এই প্রকল্পের কাজ হয়ে থাকে। গত আগস্ট মাসে প্রকল্পের আওতায় ২ লক্ষ ৩৯ হাজার ২৫৬ টি বাড়িতে জল পৌঁছে দিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছিল রাজ্য। নভেম্বর মাসে গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩ টি বাড়িত জল পৌঁছে দিয়ে ফের একবার দেশের মধ্যে প্রথম স্থানে উঠে এল রাজ্য। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।
রাজ্যগুলি গ্রামীণ এলাকায় জল পৌঁছে দিতে কতটা কাজ করছে, প্রতি মাসে কেন্দ্রের তরফে এই রিপোর্ট চাওয়া হয়। প্রতিটি রাজ্যই প্রত্যেক মাসে কাজের খতিয়ান দিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠায়। রাজ্যগুলির পাঠানো রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের ‘জল জীবন’ পোর্টালে রিপোর্ট প্রকাশিত হয়। বুধবার এই পোর্টালে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে শীর্ষে রয়েছে রাজ্যের ‘জলস্বপ্ন’ প্রকল্প।
জানা গিয়েছে, ‘জলস্বপ্ন’ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ২৭ লক্ষ ৭০ হাজার ২৫০ টি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।
Comments are closed.