বছর শেষে পেনশন প্রাপকদের ব্যাঙ্কে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। বয়সের কারণে অনেকেই যে কারণে সমস্যায় পড়েন। এবার পেনশনভোগীদের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য। লাইফ সার্টিফিকেট জমা দিতে আর ব্যাঙ্কে যেতে হবে না। বদলে ব্যাঙ্কের আধিকারিকরাই ‘দুয়ারে’ আসবেন।
সম্প্রতি রাজ্যের তরফে এ নিয়ে কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। শুক্রবারই এ নিয়ে রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র বিভিন্ন ব্যাঙ্কের অধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। এদিনের বৈঠক শেষে অমিত মিত্র সংবাদমাধ্যমে জানান, পেনশনের জন্য প্রতিবছরই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। বয়স্করা কী করে ব্যাঙ্কে যাবেন? তাই আমরা বলেছি পুরো ব্যবস্থাটা পেনশনভোগীদের দরজায় নিয়ে যেতে হবে।
এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন অমিত মিত্র। বলেন, অনেক সমস্যা এড়িয়ে প্রায় ৩৭,৭৮২ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১ হাজার ১০৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ২১ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবিলম্বে ঋণ দেওয়া উচিত বলেও বলেন তিনি।
Comments are closed.