চালু হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার রেলপথ। উত্তর-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, লামডিং-বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেন চালু হতে চলেছে। বন্যার জেরে ক্ষতি হয়েছিল লামডিং-বদরপুরের ডিভিশনের রেল লাইনে। সেই দুর্যোগ কাটিয়ে ফের চালু হচ্ছে রেল পরিষেবা। এই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন পরিষেবা চালু করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন রেলকর্মীরা। আগেই চালু হয়েছে পণ্যবাহী ট্রেন। ১২ জুলাই থেকে চালু হয়েছে, পণ্যবাহী ট্রেম। এবার চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন।
যে সব ট্রেন চালু হচ্ছে সেগুলো হল, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, বেঙ্গালুরু-আগরতলা ক্যান্টনমেন্ট।
২২ জুলাই থেকে চালু হবে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে চালু হবে। আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট চলবে ৬ অগাস্ট থেকে। বেঙ্গালুরু-আগরতলা ক্যান্টনমেন্ট চলবে ৯ অগাস্ট থেকে। শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৫ জুলাই থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে চালু হবে।
এরপর চালু হবে গুয়াহাটি ও আগরতলা থেকে বেশকিছু ট্রেন। গুয়াহাটি-শিলচর, আগরতলা-দেওঘর, নিউ তিনসুকিয়া-শিলচর, কোয়েম্বাতুর-শিলচর, ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আগরতলা ও ছাড়াও বেশ কিছু ট্রেন।
Comments are closed.