১৬৩টি খামার প্রস্তুত রয়েছে, সরকারি নিয়ন্ত্রণেই পোস্ত চাষ হবে রাজ্যে! 

বাঙালির অত্যন্ত প্রিয় পোস্ত। অথচ দামের ঠেলায় অনেক সাধারণ মধ্যবিত্তেরই ধরা ছোঁয়ার বাইরে হয়ে দাঁড়িয়েছে পোস্ত। যা নিয়ে কয়েকদিন আগেই বিধানসভায় জানিয়েছিলেন, কেন্দ্রের কাছে পোস্ত চাষের অনুমতি চাইবে রাজ্য। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই কেন্দ্রের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নবান্ন। এবং কেন্দ্র রাজ্যের প্রস্তাবে সাড়া দেবে, তা ধরে নিয়েই পোস্ত চাষের জন্য ১৬৩টি সরকারি খামারকে প্রস্তুত রাখছে রাজ্য।

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি জানিয়েছেন, রাজ্যের ১৬৩টি সরকারি খামার রয়েছে। যেখানে সরকারি নিয়ন্ত্রণে সহজেই পোস্ত চাষ করা যেতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই ১৬৩টি খামারকে আলাদা করে চিহ্নিত করে প্রস্তুত রাখা হচ্ছে। হর্টিকালচার বিভাগ ইতিমধ্যেই এনিয়ে প্রস্তুতি শুরু করেছে।

বাঙালির পোস্ত প্রেমের কারণেই আমাদের এ রাজ্যে পোস্তর চাহিদা প্রচুর। এবং রাজ্যে পোস্ত চাষের অনুকূল পরিবেশও রয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রের অনুমতি না থাকায় ভিন রাজ্য এমনকী বিদেশ থেকেও চড়া দামে পোস্ত আমদানি করতে হয়। যা অর্থনৈতিক দিক থেকেও খারাপ। সেই সব দিক বিচার করেই বৃহস্পতিবার বিধানসভায় খাদ্য বাজেটের ওপর কথা বলতে উঠে পোস্ত চাষের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে শুধু চারটি রাজ্যই কেন পোস্ত চাষের অনুমতি পাবে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার কেন্দ্রের অনুমতি পেতে তৎপর হল নবান্ন।

Comments are closed.