দুপুরেই অন্ধকার করে প্রবল বৃষ্টিতে লণ্ডভন্ড কলকাতা, বাজ পড়ে মৃত ১, আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার দুপুরের পর তুমুল বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা। দুপুর ৩ টে নাগাদ ব্যাপক বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় গোটা কলকাতায়। বিকেলেই অন্ধকার হয়ে যায় গোটা শহর। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বজ্রাঘাতে মৃত্য হয় এক ব্যক্তির।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন দুপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন এই বৃষ্টি চলবে। শুক্রবার বিকেলেই কালো মেঘ করে সম্পূর্ণ আঁধার নামে শহরের, সেই সঙ্গে প্রবল বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি। এক ঘন্টার টানা বৃষ্টিতে পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট, ধর্মতলা, চৌরঙ্গি, সেন্ট্রাল অ্যাভেনিউ সহ শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বৃষ্টিতে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে পড়ে শহর। গাড়ি চলাচল বিঘ্নিত হয়।
মুষলধারে বৃষ্টিতে দমদম বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দিতে হয়। শহরের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় বৃষ্টির জন্য। বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রবল বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Comments are closed.