গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই অবস্থায় আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা আছে। শনিবার থেকে পশ্চিমের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে তাপপ্রবাহ চলবে অন্য কয়েকটি জেলায়। আগেই জানা গিয়েছিল আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে কালবৈশাখীও হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারও রাজ্যের সাত জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।
তবে এখনই তাপপ্রবাহ থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। শনিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তিন-চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২ মে থেকে গ্রীষ্মের ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.