মাঝে দু’একদিন স্বস্তি মিললেও, ফের তীব্র গরমের অস্বস্তি ফিরেছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় রবিবার অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম ছিল। সেই সঙ্গে পশ্চিমের কয়েকটি জেলায়ও তাপপ্রবাহ চলছিল। এই অবস্থায় ফের কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যের প্রতিটি জেলাতেই ঝড়-বৃষ্টি শুরু হবে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, আজ, সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। যদিও তা বিক্ষিপ্তভাবে হবে বলেই জানা গিয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, এবং কোচবিহারেও সোমবার বৃষ্টির সম্ভবনা আছে।
এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা বেশকিছুটা বেশি। সেই সঙ্গে সর্বচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। এদিকে মঙ্গলবরা পশ্চিমের জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভবনা থাকছে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Comments are closed.