সদ্য প্রাক্তন মুখ্যসচিবকে নিয়ে মোদী মমতা সংঘাতে কার্যত অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি। আলাপন ব্যানার্জি ইস্যুটে কেন্দ্র-রাজ্য চাপানউতোরের মধ্যেই নেট দুনিয়ায় নয়া ট্রেন্ডিং #BengaliPrimeMinister.
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির নাম তুলে ধরতে চাইছেন তাঁর অনুরাগীরা। এবার সেই ট্রেন্ডে সুর মেলালেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি।
তাঁর কথায় এবার বাংলাই পথ দেখাবে দেশকে। মানুষ আর বঞ্চনা, জুমলা চায় না। কথা রেখে তা কাজে প্রমান করেন মমতা ব্যানার্জি।
এবার বাংলা পথ দেখাক দেশকে।।
আর নয় বঞ্চনা, আর নয় জুমলা। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখতে জানেন। মুখে নয়, আমরা কাজে করে দেখাই।। তাই, এবার বাঙালি প্রধানমন্ত্রী চাই। ❤️#BengaliPrimeMinister pic.twitter.com/Zx4UMK3KWZ— Aditi Munshi (@aditi_munshi) May 31, 2021
তৃণমূল বিধায়কের কথায় মুখে বড় বড় ভাষণ নয়, তৃণমূল কাজ করে দেখায়। বাংলার জন্য অনেক কাজ করেছে তৃণমূল। তাই এবার প্রধানমন্ত্রী পদে বাঙালিকেই দেখতে চাই।
সোমবার সকাল থেকে টুইটার জুড়ে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে ট্রেন্ড করছেন মমতা।কয়েকদিন আগেও হ্যাশট্যাগ ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি ট্রেন্ডিংয়ে টুইটার কাঁপিয়েছেন দিদির অনুগামীরা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী বিরোধী মুখ হিসেবে ক্রমশ বাকিদের বহু পিছনে ফেলে দিচ্ছেন মমতা। এবার তাঁকে প্রধানমন্ত্রী চেয়ে ট্যুইটার মাতাচ্ছেন নেটিজেনরা।
Comments are closed.