দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ৪০ তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এই মেলায় যোগ দিয়েছে বাংলা। মেলায় বাংলার প্যাভেলিয়নে বিশ্ব বাংলার আদলে গেট করা হয়েছে। প্যাভেলিয়নের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে সরকার’। ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। রাখা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রেপ্লিকাও।
দেশ-বিদেশের শিল্পপতিদের কাছ থেকে লগ্নি টানতে দিল্লির আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যোগ দিয়েছে বাংলা। বাণিজ্যমেলায় তুলাইপাঞ্জি, সন্দেশ, শাড়ি, ব্যাগ, বাংলার আচার সব আছে।
করোনা আবহে দু বছর পর রাজ্যে শিল্প সম্মেলন হতে চলেছে। বাংলার রেসিডেন্ট কমিশনার কৃষ্ণা গুপ্তা বলেন, এইবার দিল্লির বাণিজ্যমেলায় থিম আত্মনির্ভর ভারত। মেলায় বাংলার স্টলে মিষ্টি খেতে আসেন অনেকে। মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
Comments are closed.