ভূমি ও ভূমি সংস্কার দফতরে বড় ঝাঁকুনি নবান্নর, এক দিনে বদলি ৪০০ র বেশি অফিসার

স্বচ্ছতার লক্ষ্যে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বড়সড় ঝাঁকুনি দিল নবান্ন। এক দিনে বদলি করা হল রাজ্যের বিএলআরও সহ জেলায় নিযুক্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ৪১৬ জন আধিকারিককে। এক দিনে এতজন বিএলআরও, ডিএলআরও, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, এসডিএলআরওকে বদলির অর্ডার এর আগে কোনও দিন হয়নি। ভূমি ও ভূমি সংস্কার দফতরের পদস্থ এক কর্তা জানিয়েছেন, দফতরের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি নবান্নে এক সভায় বিএলআরও সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শ্রেণির আধিকারিকদের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা প্রদানের কথা বলেছিলেন তিনি। আইএএস অফিসার বিবেক কুমারকে দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে ঘুঘুর বাসা ভাঙার দায়িত্ব দিয়েছিলেন তিনি।

তারপর থেকেই এই দফতরের কাজ নিয়ে স্বচ্ছতা অভিযানে নেমেছে নবান্ন। এক দিনে বদলি করা হল ৪০০ জন্মের বেশি অফিসারকে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই সকল আধিকারিকদের আগামী ১২ জুলাইয়ের মধ্যে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বদলির পরও নবান্নের তরফে আধিকারিকদের উপর নজরদারি চলবে। কোনও রকম অনিয়ম হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সূত্রের খবর।

Comments are closed.