বিহারের মধুবনী স্টেশনে ট্রেনে আগুন। দাঁড়িয়ে থাকা স্বতন্ত্র সেনানী সুপারফাস্ট এক্সপ্রেসে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহত হয়নি কেউ। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকালে ওই স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আচমকাই আগুন লেগে যায়। কোনও যাত্রী হতাহত না হলেও মধুবনী স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। প্রথমে স্টেশনে থাকা কর্মীরাই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে যায় দমকল।
তবে স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রেনে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসটি জয়নগর থেকে নিউ দিল্লি যাতায়াত করে।
উল্লেখ্য, শুক্রবার হাওড়া স্টেশনে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লেগে যায়। স্টেশনে ঢোকার মুখেই ডাউন ওই লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে আসেন ট্রেন থেকে। আগুন লাগায় মাঝপথেই থেমে যায় ট্রেন।
Comments are closed.