সাম্প্রদায়িকতাকে ঠেকানো যদি ঔদ্ধত্য হয়, তবে তা বজায় থাকবে, সাবরীমালা ইস্যুতে বললেন বিজয়ন

লোকসভা ভোটে কেরলে বামেদের বিপর্যয়ের জন্য সাবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার ঘিরে পিনারাই বিজয়ন সরকারের দৃঢ় অবস্থানকে দায়ী করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও নিজেদের অবস্থান থেকে বামেরা একটুও সরবেন না বলে ফের জানিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন।
‘সাম্প্রদায়িকতা প্রতিরোধকে যদি ঔদ্ধত্য বলে দাবি করা হয়, তবে সেই ঔদ্ধত্যই জারি রাখা হবে’, এমনই মন্তব্য করেন কেরলের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সাবরীমালা ইস্যুতে তাঁদের অবস্থান থেকে একই থাকবে, সাফ জানিয়ে দেন পিনারাই বিজয়ন। বুধবার বিধানসভা অধিবেশনে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, সব ধরনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, আর সাবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়েও কোনও সাম্প্রদায়িক বিষয়কে মাথা তুলতে দেবেন না, মন্তব্য বিজয়নের।
গত বছরের ২৮ শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানায়, যে কোনও বয়সী মহিলা প্রবেশ করতে পারবেন সাবরীমালা মন্দিরে। শীর্ষ আদালতের এই রায় বলবৎ করতে গিয়ে বিজেপি, আরএসএস সহ বিভিন্ন দক্ষিণপন্থী দলের প্রবল বাধার মুখে পড়তে হয় কেরলের বাম সরকারকে। আন্দোলনকারীদের অবস্থান সত্ত্বেও শেষ পর্যন্ত ঋতুমতী মহিলারা আয়াপ্পা দেবের দর্শনে সাবরীমালার গর্ভগৃহে ঢোকেন, কিন্তু এর প্রভাব পড়ে ভোট বাক্সে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাবরীমালা ইস্যুতে পিনারাই বিজয়ন সরকারের অবস্থানকে রাজ্যের অনেকে হিন্দু ভোটার ভালোভাবে নেননি। সাবরীমালার সুপ্রাচীন প্রথা ভেঙে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বাম সরকার, বলে অনেকের পর্যবেক্ষণ। তবে এই বিভাজনের ভোট কিন্তু বিজেপির খাতে যায়নি। লোকসভা ভোটে সব রাজ্যে প্রভাব ফেললেও কেরলে খাতা খুলতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

Comments are closed.