শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে দেশের সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত ও বাকি নিহত সেনা আধিকারিকদের। এদিন তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার সকালে নিজের বাড়িতেই শায়িত ছিল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ। সেখানেই ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। দুপুর দেড়টা পর্যন্ত সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাবেন। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হবে। এরপর ব্রার স্কোয়ারে বিকেল চারটের সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে।
বুধবার মৃত্যুর পর বৃহস্পতিবার ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে প্রথমে শ্রদ্ধা জানানো হয় সস্ত্রীক বিপিন রাওয়াত সহ বাকি সেনা আধিকারিকদের। এরপর দেহ নিয়ে যাওয়া হয় সুলুর ঘাঁটিতে। পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট হয়ে সন্ধ্যা সাতটার পর দিল্লি পৌঁছায় নিহতদের দেহ। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন সেনাপ্রধানও শেষশ্রদ্ধা জানান বিপিন রাওয়াতকে।
চার দশকের দীর্ঘ কেরিয়ারে বহু দায়িত্ব পালন করেছেন জেনারেল বিপিন রাওয়াত। কাজ করেছেন অসংখ্য জওয়ান, অফিসারের সঙ্গে। কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুর পর শোকস্তব্ধ গোটা দেশ।
Comments are closed.