স্ত্রীকে সঙ্গে নিয়ে একই চিতায় ১৭ তোপধ্বনীর মাধ্যমে চিরবিদায় নিলেন বিপিন রাওয়াত

চিরবিদায় নিলেন দেশের সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। শুক্রবার দিল্লির ব্রার স্কোয়ারে ১৭ তোপধ্বনির মাধ্যমে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানো হল। একই চিতায় পাশাপাশি শোয়ানো হল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাকে।

এদিন দুপুরে বিপিন রাওয়াতের দিল্লির বাসভবন থেকে তাঁর এবং তাঁর স্ত্রীর মরদেহ ব্রার শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সেনার উচ্চপদস্থ সেনা আধিকারিকরা ছিলেন কনভয়ে। কনভয়ের প্রথমেই মোটর বাইকে ছিলেন তিন সেনার বিশিষ্ট আধিকারিক। এই কনভয়ের পিছনেই জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটতে দেখা যায় সাধারণ মানুষকে। তাঁদের চোখের জল আর মুখে ছিল ভারত মাতা কি জয় ধবনি।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়ত সহ ১৩ জনের। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে আনা হয়। শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্য দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার রাতে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন সেনাপ্রধানও শেষশ্রদ্ধা জানান বিপিন রাওয়াতকে।

শুক্রবার দেশের প্রথম সিডিএসকে তাঁর কামরাজ মার্গের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ তৃণমূল সাংসদরা।

Comments are closed.