মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই দিল্লি সফরে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব দেব

মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই দিল্লি সফরে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব দেব।বুধবার সন্ধ্যায় দিল্লি গেছেন তিনি। একমাসের মধ্যে দ্বিতীয়বার দিল্লি সফরে গেলেন তিনি। মঙ্গলবারই দিল্লি গেছেন ত্রিপুরার মুখ্যসচিব অলোক কুমার।

দুদিনের দিল্লি সফরে বিপ্লব দেব বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রের একাধিক মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। মঙ্গলবারই ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। তিন জনকে নতুন মন্ত্রী করা হয়েছে। ত্রিপুরার নতুন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশান্ত চৌধুরী, ভগবান দাস এবং রামপ্রসাদ পাল। সুশান্ত চৌধুরীকে রাজ্যে তথ্য দফতর, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। ভগবান দাসকে তপশিলী জাতি উন্নয়ন, শ্রম এবং প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রামপ্রসাদকে কারা, দমকল, সমবায় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই দুদিনের জন্য ত্রিপুরা সফরে এসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ত্রিপুরার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অন্তর্কলহ মেটাতে সোমবার আগরতলা এসেছেন চারজন কেন্দ্রীয় নেতা। সুদীপ রায় বর্মণ গোষ্ঠীর কাউকে নতুন মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি বলে নতুন করে বিবাদ প্রকাশ্যে এসেছে।

Comments are closed.