বাংলা থেকে কেউ ত্রিপুরায় গেলেই কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। শুক্রবার এমন নির্দেশিকা জারি করল ত্রিপুরায় বিপ্লব দেব সরকার। রবিবার আগরতলায় একটি সভা করবেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের দাবি অভিষেকের সভার আগে পরিকল্পনা করেছে বিজেপি।
নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ অক্টোবরের পর উত্তর-পূর্বের এই রাজ্যের কয়েকটি জেলায় কোভিড সংক্রমনের হার বেড়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতী বাধ্য হয়েছে ত্রিপুরা সরকার। বাংলার পাশাপাশি কেরল, হিমাচল, সিকিম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড থেকেও কেউ গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, নির্দেশিকায় রাজ্যের তালিকা থেকে দিল্লি, অসম বাদ কেন? প্রথমে অভিষেককে বাধা দিতে গোটা রাজ্যে ১৪৪ ধারা কার্যকর করেছিল। কিন্তু তৃণমূল ওসব কিছু ভয় পায়না। এখন অভিষেককে সভা করতে দেখে দেখে করোনাকে হাতিয়ার করতে চাইছে।
Comments are closed.