প্যাকেজের ঘোষণা মোতাবেক ডেউচা পাঁচমি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি চাকরির ফর্ম বিলি শুরু করল বীরভূম জেলা প্রশাসন। শুক্রবার থেকে এই কাজ শুরু হয়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন কয়লাখনির জন্য যাঁরা জমি দেবেন তাঁদের আর্থিক প্যাকেজের সঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। রাজ্য সরকারের প্যাকেজে সন্তুষ্ট হয়ে অনেক আদিবাসী জমি দিতে আবেদন করেন। ইচ্ছুক জমিদাতাদের আবেদনের ভিত্তিতে তাঁদের সরকারি চাকরির আবেদন পত্র দেওয়া শুরু করল বীরভূম জেলা প্রশাসন। চাকরির ফর্ম বিতরণ এবং জমা দেওয়ার জন্য আব্দারপুর গেস্ট হাউসে একটি অস্থায়ী অফিস তৈরি করেছে জেলা প্রশাসন। শুক্রবার থেকেই সেই অফিসে এসে অনেকে চাকরির আবেদন পত্র নেন।
কয়লা খনি নিয়ে কিছু সংখ্যক আদিবাসী জমি দিতে রাজি না হলেও, ইচ্ছুকদের সংখ্যা আশা জাগিয়েছে রাজ্যের। বীরভূমের জেলা শাসকের দাবি, চাকরির ফর্ম বিলি শুরু হতেই জমি দিতে বেশিরভাগ মানুষ উৎসাহিত হয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৫০% মানুষ চাকরির আবেদন পত্র নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
Comments are closed.