পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে শ্যুট আউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি।
সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ করে এলোপাথারি গুলি চালায়। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসী। আহত অসীম দাসকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভর সন্ধ্যায় এরকম ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী জানিয়েছেন, একুশের নির্বাচনে এলাকায় তৃণমূল ভালো করায়, রাজনৈতিক জমি ফিরে পেতে খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি। ওদের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত।
এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অঞ্চল সভাপতিকে খুন হতে হয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি অনীল দত্তের অভিযোগ, বালি খাদানের টাকা নিয়েই অশান্তির জেরে তৃণমূল নেতাকে খুন হতে হয়েছে।
দোষীদের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
Comments are closed.