মোদীর ব্রিগেডে ১০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ, আমন্ত্রণ জানিয়ে বিজেপি নেতৃত্বের ফোন পেতে পারেন আপনিও!
৭ মার্চ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী
৭ মার্চ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। টার্গেট ১০ লক্ষ জমায়েতের। এবার সেই মত জোর কদমে প্রস্তুতি শুরু করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রাজ্য বিজেপির হেস্টিংস অফিসে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অমিত মালব্য, অরবিন্দ মেনন, স্বপন দাসগুপ্ত, মুকুল রায়, প্রমুখ দলের শীর্ষ নেতারা।
বিজেপি সূত্রে খবর, বিগ্রেডের মাঠ ভরানোর লক্ষ্যে, রাজ্যের ৭৪ হাজার বুথের প্রতিটি বাড়িতে যাবেন বিজেপি কর্মীরা। সেই অনুযায়ী কর্মসূচি নিচ্ছে নেতৃত্ব। মোদীর ছবি দেওয়া আমন্ত্রণ পত্র নিয়ে ঘরে ঘরে যাবেন বিজেপি নেতারা। আমন্ত্রণ পত্রের পাশাপাশি ফোন আসতে পারে বিজেপি নেতৃত্বের তরফে। একুশে বাংলায় পরিবর্তনের দাবিতে ব্রিগেড চলুন। রাজ্যের সব প্রান্ত থেকে লোক আসবে এই ব্রিগেডে, দাবি গেরুয়া শিবিরের। রাজ্য জুড়ে বিজেপির যে পরিবর্তন যাত্রা হচ্ছে, ব্রিগেডের ময়দানে তারও সমাপ্তি হবে।
[আরও পড়ুন- পামেলাকে কোকেন দিত বিজেপি নেতা রাকেশ! যুব মোর্চা নেত্রীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য]
আমন্ত্রণ পত্র, ফোন কলের পাশাপাশি ব্রিগেডের দিন রাজ্যের একাধিক জায়গায় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মোদীর বক্তব্য শোনানো হবে বলে পরিকল্পনা রাজ্য বিজেপির। এদিন গোটা কলকাতা কার্যত জায়েন্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে বলে খবর।
সব মিলিয়ে একুশের নির্বাচনের আগে বিজেপির এই মেগা মিটিংকে সফল করতে কোনোরকম খামতি রাখতে নারাজ রাজ্য নেতৃত্ব।
Comments are closed.