বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মুর কিস্তওয়ারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন জম্মু কাশ্মীরে বিজেপির রাজ্য সম্পাদক অনিল পরিহার। এই হামলায় মৃত্যু হয়েছে তাঁর ভাই অজিত পরিহারেরও। পুলিশ জানিয়েছে, এদিন রাত ৮ টা নাগাদ বিজেপির রাজ্য সম্পাদক এবং তাঁর ভাই একটি দোকান থেকে কিছু জিনিস কিনে ফিরছিলেন, সেসময় বাড়ির কাছেই একটি রাস্তায় তাঁদের লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। যদিও এর পেছনে স্থানীয় কোনো দুষ্কৃতী নাকি জঙ্গিরা জড়িত রয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন, বিজেপি সভাপতি অমিত শাহ। ট্যুইটারে মৃতদের আত্মার শান্তি কামনা করে, এই আক্রমণকে কাপুরুষচিত বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, এবিষয়ে রাজ্যপালের পরামর্শদাতার সঙ্গে তাঁর কথা হয়েছে, যে কোনও মূল্যে দুষ্কৃতীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়াতে পারে আশঙ্কা করে কার্ফু জারি করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সেনাকে। জারি করা হয়েছে হাই এলার্ট।
Comments are closed.