পাঞ্জাবের পর এবার হিমাচল। হিমাচল প্রদেশে পুরসভা ভোটে ভরাডুবি বিজেপির। বুধবার হিমাচল প্রদেশের চারটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট হয়। ফল প্রকাশ হলে দেখা যায়, চারটির মধ্যে মাত্র একটি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। অন্যদিকে দু’টি পুরসভায় এককভাবে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। একটি কেন্দ্রে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রসঙ্গত এই ৪ কেন্দ্রই বিজেপির হাতে ছিল।
২০২২ এ হিমাচল প্রদেশে বিধানসভা ভোট। কিন্তু চার গুরুত্বপূর্ণ পুরসভায় এমন ধাক্কা অপ্রত্যাশিত ছিল বিজেপির কাছে। সোলান, পালামপুর, ধর্মশালা এবং মান্ডি—এই চারটি জায়গায় ভোট হয়েছিল বুধবার। যার মধ্যে পালামপুর আর সোলানে একক গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। মান্ডি পুরসভা জিততে পেরেছে বিজেপি।
এই মুহূর্তে ৫ টি রাজ্যে বিধানসভা ভোট চলছে। বাংলা দখলে মরিয়া বিজেপি। অসমে বিজেপির চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখার। এই অবস্থায় হিমাচলের ভোটের ফলে কপালে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের। অন্যদিকে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত পালামপুর ও সোলানে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস। এখন প্রশ্ন হল, ৫ রাজ্যের বিধানসভা ভোটে এর আদৌ কোনও প্রভাব পড়বে কি?
Comments are closed.