ঝাড়গ্রামে গোপিবল্লভপুর বিধানসভার ছত্রী গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে দখলে নিল তৃণমূল। বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত উপপ্রধান ও তাঁর অনুগামীরা।
ঝাড়গ্রামের এই পঞ্চায়েতের আসন সংখ্যা ৮। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ৬ টি আসন জিতেছিল বিজেপি। তৃণমূলের দখলে ছিল ২ টি আসন। বিজেপির ৩ জন সদস্য যোগ দেয় তৃণমূলে। ফলে বিজেপির আসন সংখ্যা হয়ে যায় ৩
আর তৃণমূলের দখলে যায় ৫টি আসন।এরপরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। পঞ্চায়েত অফিসে বিডিও অফিসের এক আধিকারিকের সামনেই ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে যায় বিজেপি। কয়েকদিনের মধ্যেই নয়া প্রধান নির্বাচন করা হবে।
Comments are closed.