যা মনে এলো ফেসবুকে লাইভ করে দিলাম। এরকম চলবে না। সোশ্যাল মিডিয়ায় যেমন খুশি লেখা যাবে না। শনিবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সাংগঠনিক স্তরে বড় রদবদলের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও বিতর্কহীন ভাবে দল পরিচালনার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। এদিন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে এক ব্যক্তি, এক পদ নিয়ম লাগু হল।
মমতা ব্যানার্জি নেতা কর্মীদের বলেছেন, দুর্নীতিমুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। নেতা বলেই লাল বাতি গাড়ি নিয়ে ঘুরব, এইসব চলবে না।
সংগঠনেও উল্লেখযোগ্য রদবদল হয়েছে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক করা হল কুণাল ঘোষকে। শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। ঋতব্রত ব্যানার্জিকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি করা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী। বঙ্গ জননী ব্রিগেডের সভানেত্রী মালা রায়।
এছাড়া অন্যতম রাজ্য সম্পাদক হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। পূর্ণেন্দু বসুকে খেতমজুর সংগঠনের সভাপতি করা হয়েছে। তৃণমূলের কালচারাল সেলের সভাপতি হয়েছেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
আগামী ১ মাসের মধ্যে জেলা সংগঠনেও রদবদল হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মহা সচিব পার্থ চ্যাটার্জি। ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন পার্থ চ্যাটার্জি, সৌগত রায়, সুব্রত মুখার্জি, সুব্রত বক্সী প্রমুখ। বিজেপি থেকে অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন। পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, সেই ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি তৃণমূল নেত্রী।
Comments are closed.