বিজেপির হোয়াটসআপ গ্রুপ থেকে একের পর এক বিধায়কের বেরিয়ে যাওয়ার মধ্যেই জলপাইগুড়িতে তৃণমূলে ফিরলেন বিজেপি সহ সভাপতি। দলে গুরুত্ব নেই, পুর ভোটেও একটাও ওয়ার্ড পাবে না। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি ত্যাগী ধর্তিমোহন রায় বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে উনি বিধানসভা ভোটের প্রার্থী হবেন, কিন্তু সেটা হতে পারেননি। এরপর পুর ভোটেও প্রার্থী হতে পারবেন না জেনে দল ত্যাগ করলেন। আসলে নিজেরটা গোছাতে এসেছিলেন। এখন দল ছেড়ে দিলেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে তৃণমূলেই ছিলেন ধর্তিমোহন রায়। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী ছিলেন ধর্তিমোহন রায়। কিন্তু হেরে যান তিনি। ১৯ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে আসার পর তাকে জেলার সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
যদিও ধর্তিমোহন জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন, বিজেপিতে থাকবেন না। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, উনি তৃণমূলে ছিলেন আর তৃণমূলেই থাকবেন। এখন বুঝে গেছেন তৃণমূল ছাড়া অন্য গতি নেই।
Comments are closed.