সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, পুজোর আগে আপার প্রাইমারি এবং প্রাইমারি মিলিয়ে রাজ্যে ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ হবে। পুজোর পরে আরও ৭হাজার নিয়োগ করা হবে। সর্বমোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে এবার তাঁকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্যের ভাঁড়ারে টাকা নেই। তাহলে এই ৩২ হাজার শিক্ষককে মাইনে কীভাবে দেবেন? দিলীপ ঘোষের অভিযোগ, চুক্তিভিত্তিক , সাময়িক এসব দিয়েই তো রাজ্য সরকারের কাজ চলছে। রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ৭ লক্ষ থেকে কমে ৩ থেকে ৪ লক্ষে গিয়ে ঠেকেছে বলেও দাবি করেন তিনি।
সেই সিঙ্গে বিজেপি সাংসদ বলেন, রাজ্যে চাকরি নেই, বেকারত্ব বাড়ছে। যার জেরেই পশ্চিবঙ্গের ছেলেরা বাধ্য হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র গিয়ে কাজ করতে।
মুখ্যমন্ত্রীকে তাঁর টিপ্পনি, ১০ বছর ক্ষমতায় আছেন, তিনবার প্রতিশ্রুতি দিয়ে জিতলেন, এবার সত্যি সত্যি কিছু করুন।
সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়োগের ঘোষণার সঙ্গে সঙ্গে এও বলেন, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। কোনও লবি করে চাকরি পাওয়া যাবে না।
Comments are closed.