বিজেপির নতুন রাজ্য সভাপতির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল সুকান্ত মজুমদারকে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়। এদিন থেকেই তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। এর আগে তাঁর নিরাপত্তায় ১ জন রাজ্য পুলিশ থাকত। ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে গিয়ে নিজেই একথা দাবি করেছিলেন সুকান্ত।
কয়েকদিন আগেই মৃত বিজপি কর্মীর দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত । পুলিশের কাছে বাধা পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই রাস্তায় বসে পড়েন তিনি। এর জেরে মুখ্যমন্ত্রীর পাড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপির রাজ্য সভাপতিকে পুলিশ সরাতে এলে বিজেপি কর্মীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয় কলকাতা পুলিশের। বিজেপির রাজ্য সভাপতি তাঁর উপর আক্রমণের অভিযোগ করেন। মনে করা হচ্ছে এই ঘটনার পরেই বালুর ঘাটের সাংসদকে কেন্দ্রীয় নিরপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, CISF-এর ৩৫ জন জওয়ান সর্বক্ষণ বিজেপির রাজ্য সভাপতির নিরাপত্তায় মোতায়েন থাকবে। ৩৫ জন জওয়ানই এসএসজি অর্থাৎ স্পেশাল সিকিউরিটি গার্ড ক্যাটাগরির। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন। সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
Comments are closed.