রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটাই অভিযোগ তুলে এপ্রিলের শেষে নবান্ন অভিযান করতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। সম্প্রতি বগটুইয়ের ঘটনার প্রতিবাদে চলতি সপ্তাহের গত সোমবার কলকাতায় মিছিল করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে খুব শীঘ্রই নবান্ন অভিযান করবে রাজ্যের পদ্মশিবির। দ্রুত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
জানা গিয়েছে, এপ্রিলের শেষে নবান্ন অভিযান করবে বিজেপি। সূত্রের মতে, কর্মসূচির জন্য এপিলের ২২ এবং ২৩ তারিখ নিয়ে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই দিনখন পাকা করে বিজেপির তরফে জানানো হবে। রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, এপ্রিলের শেষেই হচ্ছে এটা নিশ্চিত। দুটো তারিখ নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।
এদিকে বিধানসভায় ‘হাতাহাতির’ ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মনোজ টিগ্গা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভায় তাঁদের বিধায়কেরা কীভাবে নিগৃত হয়েছেন তৃণমূলের হাতে তা নিয়ে তিনি অমিত শাহের কাছে অভিযোগ করেছেন। যদিও দুই বিজেপি নেতার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
Comments are closed.