ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে কখনও যাদবপুরের ছাত্র-ছাত্রীদের আন্দোলন, কখনও অমর্ত্য সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ফের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি সমাজ থেকে বিচ্ছিন্ন, তাই আলপটকা কথা বলেন।
এর পাশাপাশি, বিজেপি রাজ্যে ২৩ টি আসন পাবে বলে এদিনের সাংবাদিক বৈঠকে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, এই প্রথম রাজ্যে ভোটে জেতার জন্য লড়ছে বিজেপি। এবং এই লড়াইয়ে তাঁরা ভাল ফল করবেন। দিলীপ ঘোষের দাবি, রাজ্যের মানুষ মন ঠিক করে ফেলেছেন। সিপিএম-কংগ্রেস-তৃণমূল রাজ্যের কোনও কাজ করেনি। দেশে মোদী ঝড় চলছে জানিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, এর প্রভাব এই রাজ্যেও পড়বে। বিজেপি রাজ্য সভাপতি বলেন, প্রথম তিন দফার ভোটে ১০ টি কেন্দ্রেই হারবে তৃণমূল।
এর আগেও দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে নিয়ে মন্তব্য করেছিলেন, দেশের জন্য তাঁর কোনও অবদান নেই। এদিন তিনি বলেন, অমর্ত্য সেন সমাজ থেকে বিচ্ছিন্ন, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাই আলপটকা কথা বলেন। কোনও সমস্যার সমাধান করতে পারেন না।
Comments