দেউচা-পাঁচমি’র আরও ২৩৮ জমি দাতাকে চাকরি রাজ্যের; নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম 

দেউচা–পাঁচমি’র খনি প্রকল্পের জমি দাতাদের অনেককেই আগে নিয়োগ দিয়েছে রাজ্য সরকার। প্রতিশ্রুতি মতো শনিবার আরও ২৩৮ জন জমদাতাকে নিয়োগপত্র তুলে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে প্যাকেজের ঘোষণা মোতাবেক ৫৪ জন নাবালোককে মাসিক ভাতাও তুলে দেন ফিরহাদ হাকিম। 

দেউচা-পাঁচমি’তে জমিদাতাদের জন্য আগেই রাজ্যের তরফে একগুচ্ছ ঘোষণা করা হয়েছিল। পরে জমিদাতাদের দাবি মেনে নিয়ে প্যাকেজে আর্থিক অনুদান ও বেশ কয়েকটি বিষয়ে আরও সুবিধা দেওয়া হয়। রাজ্য আগেই ঘোষণা করেছিল প্রত্যেক জমিদাতাকে পুর্নবাসনের পাশপাশি রাজ্যের তরফে একটি করে সরকারি চাকরি দেওয়া হবে। এদিন সেই মতো ২৩৮ জনকে গ্রুপ-ডি পদে নিয়োগপত্র তুলে দেন কলকাতার মেয়র। সেই সঙ্গে প্যাকেজে বলা হয়েছিল, জমিদাতাদের কেউ  নাবলক থাকলে যতদিন তাঁদের ১৮ বছর বয়স হচ্ছে রাজ্যের তরফে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এদিন সেই মতো ৫৪ জন নাবালকে মাসিক ভাতা তুলে দেওয়া হয়। 

এদিনের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি প্রমুখ। 

Comments are closed.