গঙ্গায় ভাসছে একের পর এক লাশ! তুঙ্গে বিহার-উত্তরপ্রদেশ দায় ঠেলাঠেলি
প্রশ্নের মুখে যোগী ও নীতীশ সরকার
গঙ্গায় ভাসছে একের পর এক অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গার পাড়ে এসে জমা হয়েছে লাশের স্তূপ। করোনাকালে উত্তরপ্রদেশের গাজীপুর, হামিরপুর, বিহারের কাটিহার ও বক্সারে দেখা গেল সেই ভয়াবহ ছবি। এই ঘটনার পর বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে যোগী ও নীতীশ সরকার।
করোনার দ্বিতীয় ঢেউয়ে হাঁসফাঁস করছে গোটা দেশ। ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশ, বিহারে। অর্ধদগ্ধ লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। বিহার সরকারের দাবি, উত্তরপ্রদেশ থেকে দেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেই দেহ ভাসতে ভাসতে বিহারে আসছে। বিহার থেকে দেহ জলে ভাসানো হচ্ছে না। যদিও বিহারের যুক্তি মানতে নারাজ যোগী প্রশাসন।
গঙ্গার তীরবর্তী গ্রামগুলিতে শ্মশানে কোভিড বিধি মানা হচ্ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। তার উপর এই ঘটনার পর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা করছেন স্থানীয়রা। শুধু জল দূষণ নয় পাশাপাশি দ্রুত রোগ ছড়িয়ে পরার আশঙ্কা কথা স্থানীয়রা জানিয়েছেন প্রশাসনকে। শুরু হয়েছে তদন্ত।
গঙ্গায় ভেসে ওঠা মৃতদেহ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার দুই রাজ্য একে-অপরের উপর দোষ চাপিয়েছে।
Comments are closed.