নিলামে উঠতে চলেছে কিংবদন্তি জার্মানি টেনিস তারকা বরিস বেকারের কাপ, মেডেল, ছবি, ঘড়ি সহ ৮২ টি জিনিস। বিশ্বের সর্বকনিষ্ঠ উইম্বলডন বিজয়ী বরিস বেকার গত ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। বরিসের কয়েক মিলিয়ন ইউরোর দেনা মেটাতে ব্রিটিশ ফার্ম ‘ওয়েলস হার্ডি’ তাঁর সমস্ত টেনিস স্মারক ও সম্মান অনলাইনে নিলামে তুলছে সোমবার থেকে। ওয়েলস হার্ডির নিজস্ব ওয়েবসাইট জানিয়েছে, এই নিলাম প্রক্রিয়া চলবে আগামী ১১ ই জুলাই পর্যন্ত।
১৭ বছর বয়সে প্রথম উইম্বলডন জেতেন জার্মানি টেনিস খেলোয়াড় বরিস বেকার। টেনিস কোর্টে তাঁর বিধ্বংসী সার্ভের জন্য ‘বুমবুম’ বেকার নামে ডাকা হোত ছ’বারের গ্রান্ড স্লাম বিজয়ীকে। টেনিসে কেরিয়ারে জিতেছেন ৪৯ টা খেতাব, প্রায় ২০ মিলিয়ন ইউরো প্রাইজ মানি। সেই উইলম্বডন কাপ থেকে শুরু করে রেনসঁ কাপ, মেডেল, স্মারক, ক্যাপ, ছবি সহ ৮২ টি স্মারক নিলামে তুলছে ব্রিটিশ ফার্ম।
যদিও নিজেকে দেউলিয়া ঘোষনার পর তাঁর জিনিস নিলামে ওঠার ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালের জুলাইয়ে বরিস তাঁর ডিপ্লোমেটিক স্টেটাস আছে বলে দাবি করে, সে যাত্রা তাঁর স্মারক বিক্রি আটকেছিলেন। টেনিস র্যাঙ্কিংয়ে এক সময়ে বিশ্বে এক নম্বর স্থানাধিকারী বরিস জানিয়েছিলেন, তাঁকে ইউরোপীয়ান ইউনিউনের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে যুক্ত করেছিলেন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। যদিও কিছুদিন আগেই বিদেশ মন্ত্রক বরিসের পাসপোর্ট নকল বলে ঘোষণা করেছে। এরপরেই তাঁর কাপ, মেডেল সহ টেনিস জীবনের যাবতীয় প্রাপ্তি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে ব্রিটেনের ওয়েলস হার্ডি ফার্ম। যদিও, এ সব বিক্রি করেও তাঁর কয়েক মিলিয়ন পাউন্ডের পুরো দেনা শোধ হবে না বলে জানা গিয়েছে।
Comments are closed.