হিম্মত থাকলে ৩৫৬ করে দেখান দিলীপ ঘোষরা, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুড়লেন ব্রাত্য বসু।
বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে একাধিকবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাঁদের সুরে গলা মেলাতে শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। কয়েকদিন আগেই তাঁর কনভয়ে হামলা করা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, হিংসা ও ভয়ের পরিবেশ তৈরি করে ইচ্ছে করেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করতে চাইছে তৃণমূল। যা নিয়ে এদিন দিলীপ ঘোষদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রশাসন পরিচালনা নিয়ে রাজ্যপাল ও বিজেপির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বলেন, রাজ্যপাল যা করছেন সেটাই করুন, রাজ্যের নিরাপত্তার দিকটা মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতর দেখে নেবে। তাঁর অভিযোগ, বাংলায় নিছক দুর্ঘটনাকেও রাজনৈতিক ষড়যন্ত্রের রূপ দিতে চায় বিজেপি। এদিন বিজেপিকে বহিরাগতদের দল বলে তোপ দাগেন ব্রাত্য। বলেন এ রাজ্যের বাঙালি ও বাঙালিয়ানাকে টার্গেট করা হচ্ছে, বাংলায় পৃথক সংস্কৃতি প্রবেশের চেষ্টা চলছে।
Comments are closed.